নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুর জেলা পর্যটন মুকুটে অন্যতম পালক দিঘা থেকে কাঁথির শৌলা পর্যন্ত মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন ১৪ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত থেকে। কিন্তু উদ্বোধনের এক মাসের মধ্যেই প্রশাসনিক নির্দেশিকায় বন্ধ হয়ে গেল মেরিন ড্রাইভ। পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র শংকরপুর, মন্দারগুলি, তাজপুর। এই সমস্ত পর্যটন কেন্দ্রে যোগসূত্র গড়ে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে মেরিন ড্রাইভ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়। সেইমতো দিঘা থেকে কাঁথির শৌলা পর্যন্ত ৩০ কিলোমিটার মেরিন ড্রাইভ গড়ে তোলার কাজ শুরু হয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে মাঝামাঝি এই মেরিন ড্রাইভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।