দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: গত দুইদিনের ভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত কেশপুর পরিদর্শনে তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক অজিত মাইতি।
গত বুধবার এবং বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টিপাতের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার ব্লকগুলির মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কেশপুর। জানা গিয়েছে ইতিমধ্যেই ৭০ থেকে ৮০ টি গ্রাম প্লাবিত, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মাটির বাড়ি।
অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জমির ফসল। ইতিমধ্যেই জল যন্ত্রণায় ভুগছে ব্লকের বাসিন্দারা। কেশপুর ব্লকের ১১ নম্বর কলা গ্রাম অঞ্চলের বসনছড়া এলাকা সহ একাধিক এলাকা পরিদর্শনে গেলেন জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক অজিত মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী সহ প্রশাসনিক আধিকারিকেরা। এদিন গোটা এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “জেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেশপুর। ইতিমধ্যেই আমরা বেশকিছু পরিবারকে সুরক্ষিত জায়গায় নিয়ে এসেছি এবং শুকনো খাবার থেকে শুরু করে বিভিন্ন ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে জল কিছুটা নামলেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।“ পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারদের দেওয়া হবে ক্ষতিপুরণ, এমনটাই আশ্বাস দিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক অজিত মাইতি।