নিজস্ব সংবাদদাতা : ফিল্ম সিটিতে উদ্ধারীকৃত চিতা শাবককে ফিরিয়ে দেওয়া হল মা চিতার কাছে। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের (SGNP) সীমানা থেকে ১০০ মিটার দূরে ফিল্ম সিটিতে গত ১০ অক্টোবর প্রথম নিরাপত্তা কর্মীরা হারিয়ে যাওয়া চিতা শাবকটিকে খুঁজে পেয়েছিলেন। এরপর শাবকটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে এসজিএনপি পশু হাসপাতালে স্থানান্তর করা হয়।
১১ অক্টোবর চিতা শাবকটির পরিবারকে পুনরায় একত্রিত করার আরেকটি প্রচেষ্টা করা হয়েছিল যখন চিতাবাঘের গতিবিধি নিরীক্ষণের জন্য শাবকের চারপাশে ক্যামেরা বসানো করা হয়েছিল। স্বেচ্ছাসেবকদের একটি দল দূর থেকে নজরদারি চালাতে থাকে। স্বেচ্ছাসেবকদের মধ্যে বন্যপ্রাণী কল্যাণ সমিতি, আরে চিতা গোষ্ঠী এবং বন্যপ্রাণী সংরক্ষণ সমিতির সদস্যরা অন্তর্ভুক্ত ছিল যারা বন কর্মকর্তাদের সাথে কাজ করেছিল।অবশেষে ১২ অক্টোবর, বিকেল পৌমে চারটে নাগাদ, মা চিতাবাঘটি খাঁচার কাছে আসে। জানা যায়, কিছুক্ষণের মধ্যে সন্তানকে দুধ খাওয়াতে শুরু করে মা চিতা। তারপর সন্তানকে নিয়ে ঝোপের মধ্যে চলে যায়।