নিজস্ব সংবাদদাতাঃ হিজাব ইস্যুতে কর্ণাটক হাইকোর্টের রায় বহাল রেখেছেন হেমন্ত গুপ্ত। বিচারপতি ধুলিয়া কর্ণাটক হাইকোর্টের বিরুদ্ধে আবেদনের যৌক্তিকতার স্বীকৃতি দিয়েছেন। যদিও হিজাব মামলায় ঐক্যমত হলেন না সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। মামলাকে ঘিরে দ্বিখণ্ডিত রায়দান করেছেন বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি সুধাংশু ধুলিয়া। এদিকে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 'আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই। আমরা আরও ভাল রায় আশা করেছিলাম কারণ বিশ্বব্যাপী মহিলারা হিজাব / বোরখা না পরার দাবি করছেন। কর্ণাটক হাইকোর্টের আদেশ অন্তর্বর্তীকালীন সময়ে প্রযোজ্য হবে; রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।'