পুলিশ ও গ্রামবাসীদের লড়াইয়ে মৃত মহিলা, জখম ৫ পুলিশকর্মী

author-image
Harmeet
New Update
পুলিশ ও গ্রামবাসীদের লড়াইয়ে মৃত মহিলা, জখম ৫ পুলিশকর্মী

নিজস্ব সংবাদদাতাঃ পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে হওয়া লড়াইয়ের জেরে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এক মহিলা। জখম হয়েছেন পাঁচ পুলিশকর্মীও। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার ভরতপুর গ্রামে। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা রয়েছে ওই এলাকায়। মহিলার মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছেন গ্রামবাসীরা। উত্তরাখণ্ড পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উত্তরপ্রদেশের মোরাদাবাদ পুলিশের একটি দল একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করার জন্য উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার ভরতপুর গ্রামে যায়। এরপরই গ্রামবাসীদের একাংশের সঙ্গে পুলিশকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এর জেরে এক মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা যান। জখম হয়েছেন পাঁচজন পুলিশকর্মীও। বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



মোরাদাবাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ শালভা মাথুর বলেন, "কুখ্যাত ওই দুষ্কৃতীর মাথার দাম ৫০ হাজার টাকা। বুধবার খবর আসে উত্তরাখণ্ডের ভরতপুর গ্রামে সে লুকিয়ে আছে। এরপরই মোরাদাবাদ পুলিশের একটি দল তার সন্ধানে ওই গ্রামে যায়। এই খবর পেয়ে দুষ্কৃতীটি সেখানে পালিয়ে গেলেও গ্রামবাসীদের একাংশ পুলিশকর্মীদের আটকে রেখে তাঁদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। ফলে শুরু হয়ে যায় দুপক্ষের গণ্ডগোল। এই সংঘর্ষের ফলে একজন মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্যদিকে গুরুতর জখম হন পাঁচ পুলিশকর্মী। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।"