নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের উনা থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন। এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উল্লেখ্য, এটি দেশের চতুর্থ বন্দে ভারত ট্রেন, বাকি তিনটি নয়াদিল্লি-বারাণসী ও নয়াদিল্লি-শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এবং গান্ধীনগর ও মুম্বাইয়ের বি/ডব্লিউ পরিচালিত হচ্ছে।