নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ফলে ভারতের বিরুদ্ধে সিরিজে তাঁকে ইংল্যান্ড দলে দেখা যাবে না। আগামী সপ্তাহেই ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তার আগে ইসিবি জানিয়েছে, বেন স্টোকস ওই সিরিজের আগে ইংল্যান্ডের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি এক্ষেত্রে মানসিকভাবে চাঙ্গা থাকার ওপর গুরুত্ব দিয়েছেন। আঙুলে চোট পেয়েছিলেন বেন স্টোকস। চলতি মাসের গোড়ায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার পর থেকে ওই চোট সম্পূর্ণ সারেনি। স্টোকসের পরিবর্তে সমারসেটের ক্রেগ ওভার্টন ইংল্যান্ড স্কোয়াডে আসবেন বলে জানা গেছে।