ফের বিতর্কে সুদীপা!

author-image
Harmeet
New Update
ফের বিতর্কে সুদীপা!

নিজস্ব সংবাদদাতা:সোশ্যাল মিডিয়ায় আজকাল পান থেকে চুন খসলেই সুদীপার দিকে রে রে করে তেড়ে আসছেন নেটিজেনরা। বুধবারও তেমনই ঘটল। শাড়ি-গয়নার ছবি পোস্ট করে তুমুল ট্রোলড হলেন সুদীপা।  বেশকিছু ছবি পোস্ট করে সুদীপা লেখেন, ‘আমার নবমী লুক অনেকেই পছন্দ করেছে, এবার আমি এই লুক তৈরি করব আপনাদের জন্য। যেটা হতে পারে দিওয়ালি লুক। একটি তসর বেনারসি শাড়ি ও সঙ্গে দুটো নেকলেসের সেট যেটা ব্রোঞ্জ ও তামা দিয়ে তৈরি, সোনার পালিশ (আমারটা যদিও সোনার, মাত্রাতিরিক্ত দামি)। তবে ডিজাইন ও মেকিং একই হবে কারণ দুটোই একই দক্ষিণ ভারতীয় কারিগরকে দিয়ে তৈরি হবে।’ সুদীপার এই পোস্ট অনেকেই ভালোভাবে নেননি।