নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ঘোষণা করেছেন যে মস্কো কম দামে তেল বিক্রি করবে না। তিনি বলেন, 'গ্রুপ অফ সেভেন (জি-৭) বিশ্বজুড়ে বিক্রি করা রাশিয়ান তেলের দামের উপর একটি সীমা আরোপ করার প্রতিশ্রুতি দিয়েছে।' রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ মাধ্যম আরটি-তে রাশিয়ান এনার্জি উইক ২০২২-এর অনুষ্ঠানে পুতিন বলেন, "আমি বলতে চাই, রাশিয়া নিজেদের সুবিধার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। আমরা কম দামে তেল বা গ্যাস সরবরাহ করে আমাদের অবস্থান কমানোর জন্য কাজ করব না। আমরা কারোর কাছে নতি স্বীকার করব না। অন্যরা যে নিয়ম নির্ধারণ করেছে সেই ফাঁদে আমরা পা দেবো না এবং আমাদের ক্ষতি করার জন্য কাজ করব না। পশ্চিমা দেশগুলো রাশিয়াকে তার সবচেয়ে বড় আয়ের উৎস 'তেল' থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা জোরদার করছে।"