সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার : যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরে। ফালাকাটা-বীরপাড়া ১৭ নম্বর এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে দলগাঁও চা বাগান এলাকায় । মৃতের নাম বিজয় মজুমদার, তাঁর বাড়ি জটেশ্বর বাজারের দেবনাথপাড়ায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার বিকেলে বাইকে বীরপাড়া থেকে জটেশ্বরের দিকে আসছিলেন বিজয়। দলগাঁও চা বাগান এলাকায় তিনি কোনওভাবে বাইক থেকে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জটেশ্বর ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করেছে। পুলিশের দাবি, বাইক চালানোর সময় বিজয়ের মাথায় হেলমেট ছিল না। তবে তাঁর গাড়ি থেকে পড়ে যাওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। জটেশ্বর ফাঁড়ির পুলিশ আধিকারিক উৎপল নার্জিনারি জানান, শনিবার দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।