নিজস্ব সংবাদদাতা: উল্লেখ্য, ‘NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড’ হল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার আন্তর্জাতিক শাখা। এই আবহে ওয়ার্ল্ডলাইনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ভারতের লেনদেনের মাধ্যমকে ইউরোপে গ্রহণযোগ্য করে তুলতে চাইছে ভারত। ভারতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে UPI পরিষেবা। শপিং মল থেকে ছোট মুদি দোকান, সব জায়গাতেই এখন UPI-তে টাকা লেনদেন করা যায় ভারতে। ২০২১ সালে, UPI লেনদেনের পরিমাণ ছিল ৩৮.৭৪ বিলিয়ন টাকা। মার্কিন ডলারের নিরিখে যার মূল্য ছিল ৯৫৪.৫৮ বিলিয়ন।