নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া থেকে ইউরোপে তেল সরবরাহের কাজে নিয়ে নিয়োজিত পাইপলাইনের পোল্যান্ড অংশে এবার লিক শনাক্ত হয়েছে। বুধবার এই লিক শনাক্তের পর ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন সময় এই লিকের খবর সামনে আসলো যখন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নেতারা আসন্ন শীতে জ্বালানি মোকাবিলার প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। পোল্যান্ড জানিয়েছে, ড্রুজবা পাইপলাইনে লিক দুর্ঘটনায় হতে পারে। এই পাইপ দিয়ে জার্মানিতে গিয়ে পৌঁছায় রুশ তেল।
ড্রুজবা পাইপলাইনটির রুশ নাম ‘বন্ধুত্ব’। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের পাইপলাইন। এটি দিয়ে জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, হাঙ্গেরি, স্লোভাবিকয়া, চেক রিপাবলিক ও অস্ট্রিয়াতে রুশ তেল সরবরাহ করা হয়।