New Update
নিজস্ব প্রতিনিধি, অন্ডাল: অন্ডালের খাঁন্দরা থেকে সিদুলি হয়ে হরিপুর যাওয়ার পথের মাঝে পড়ে একটি রেলগেট। রেলগেটটি হল সিদুলি রেলগেট। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে প্রত্যেকদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। কিন্তু হঠাৎ রেল গেট বন্ধের নোটিশ দেখে সমস্যায় স্থানীয় মানুষ থেকে শুরু করে রাস্তার উপর দিয়ে চলাচল করা যান চালকরা। রেল সূত্রে জানা যায়, রেল লাইনের ডিপ স্ক্রিনিং-এর কাজ হচ্ছে, সে কারণেই সুরক্ষার খাতিরে বন্ধ রাখা হয়েছে রেল গেট। চলতি মাসের ১১ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে ডিপ স্ক্রিনিং-এর কাজ। আর এই সময়ই সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে রেলগেট।
তাতেই সমস্যায় পড়েছেন টোটো চালকরা। এই রাস্তার উপর দিয়ে চলাচল করা আশীষ মন্ডল নামে এক টোটো চালক জানান, তারা খাঁন্দরা থেকে সিদুলি রেলগেট হয়েই বগুলা হরিপুর রাস্তায় প্যাসেঞ্জার নিয়ে যাওয়া-আসা করেন। হঠাৎ রেলের কাজের জন্য রেলগেট বন্ধ থাকায় ব্যবসায় মার খেতে হচ্ছে তাদের। কেননা রেলগেট বন্ধ থাকায় রেলের ওপার থেকে প্যাসেঞ্জার আনাও যাচ্ছে না, পৌঁছানোও যাচ্ছে না। চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। আক্ষেপের সুরে তিনি বলেন, রেল লাইনে সুরক্ষার জন্য রেলের কাজ হচ্ছে আর সে কারণে একটু কষ্ট তাদের মেনে নিতেই হচ্ছে।
latestnews
toto
rail gate
bengalinews
breakingnews
rail
asansol
Durgapur
importantnews
westbengal
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
TrendingNews
anmnews
news
bengal
india
kolkata
kolkatanews