New Update
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ নিয়ন্ত্রণ হারিয়ে কাঠের পোল থেকে নদীতে গিয়ে পড়লো একটি টোটো। ঘটনায় গুরুতর আহত টোটো চালক।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার চন্দ্রকোনার মথুরাপুর এলাকায়। জানা যায়, চন্দ্রকোনা এক নম্বর ও চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের শিলাবতী নদীর ওপর থাকা সংযোগকারী কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আর এই বেহাল অবস্থা থাকার কারণে নিত্যদিন ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। আজ এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী মথুরাপুরবাসী ও কদমতলাবাসি। স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর নাগাদ একটি টোটো বেশ কিছু যাত্রী নিয়ে কদমতলার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় চন্দ্রকোনা এক নম্বর ও চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের সংযোগকারী শিলাবতী নদীর উপর থাকা কাঠের সেতুটি দিয়ে টোটোটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটো সহ টোটোর চালক। টোটোটি পোলে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ায় প্রাণে বেঁচে যায় যাত্রীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয়দের তৎপরতায় আহত ওই টোটো চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে এলাকার মানুষদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় টোটোটিকে নদী থেকে তোলা সম্ভব হয়েছে।
kolkata
india
bengal
westbengal
medinipur
east medinipur
accident
west medinipur
chandrakona
news
toto
anmnews
bengalinews
latestnews
breakingnews
kolkatanews
importantnews
TrendingNews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate