ব্যবহারের অভাবে দীর্ঘদিন বন্ধ সরকারি শৌচাগার

author-image
Harmeet
New Update
ব্যবহারের অভাবে দীর্ঘদিন বন্ধ সরকারি শৌচাগার


 


হরি ঘোষ, লাউদোহা:
পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা পঞ্চায়েতের উদ্যোগে লাউদোহা স্কুলের পাশেই তৈরি হয়েছিল সাধারণের ব্যবহারের জন্য একটি শৌচাগার । লাউদোহা পঞ্চায়েত অফিসের সামনে রয়েছে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক-এর দপ্তর এবং লাউদোহে বসে একটি বিশাল সবজির মান্ডি । সে কারণেই এই লাউ দোহায় আশেপাশের গ্রামের বহু মানুষ এখানে আসেন প্রতিনিয়ত। মানুষের সুবিধার কথা ভেবেই লাউদোহা পঞ্চায়েত ব্লক অফিসের সামনে এবং লাউদোহা স্কুলের ঠিক পাশেই সাধারণের ব্যবহারের জন্য তৈরি করেছিল একটি শৌচাগার । কিন্তু কোনো অজ্ঞাত কারণে তৈরির পর থেকেই শৌচাগারটি ছিল তালা বন্ধ । দিনে দিনে ব্যবহারের অভাবে ভগ্ন দশায় পরিণত হয়েছে শৌচাগারটি । বর্তমানে বন্ধ শৌচাগারটির সামনেই গাদা করে রাখা আছে ইঁট । ফলে অব্যবহারের কারণে সরকারি টাকার অপচয় হয়েছে এমনটাই মত স্থানীয়দের একাংশের । যদিও এই বিষয়ে লাউদোহা পঞ্চায়েতের প্রধান পিনাকী ব্যানার্জি বলেন, লাউ দোহা এলাকায় আরও একটি শৌচাগার রয়েছে, যেটি মানুষজন বর্তমানে ব্যবহার করে ।