সরকারি কর্মকর্তাদের জন্য মদ নিষিদ্ধ করতে চলেছে শি জিংপিং সরকার

author-image
Harmeet
New Update
সরকারি কর্মকর্তাদের জন্য মদ নিষিদ্ধ করতে চলেছে শি জিংপিং সরকার

নিজস্ব সংবাদদাতাঃ মদ নিষিদ্ধ করার পথে ক্রমেই এগোচ্ছে শি জিংপিং সরকার। চিনের বাজারে এই জল্পনা ক্রমেই জোরাল হয়েছে। জানা গিয়েছে, বেজিংয়ের কমিউনিস্ট পার্টি সরকার জানিয়েছে দলের কর্মী ও সরকারি আধিকারিকদের জন্য মদ সম্পূর্ণভাবে নিষেধ করা হতে পারে। কাজের সময়ের বাইরেও তাদের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। জানা গিয়েছে, 

সরকারি কর্মী ও আধিকারিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে এবং জনগণের প্রতি তাদের দায়িত্বের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে পারে শি জিংপিং সরকার। খুব দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। চিনা কমিউনিস্ট পার্টির সম্মেলনের আগে এই নয়া নিয়মের কথা নিয়ে সর্বোচ্চ আলোচনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে এবারের সম্মলনেও নিজেকে তৃতীয়বারের জন্য চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদের জন্য মনোনীত করতে পারেন শি জিংপিং। এর আগে একমাত্র মাও সে তুঙ এই পদে একটানা তিনবার নির্বাচিত হয়েছিলেন।