নিজস্ব সংবাদদাতাঃ নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২২ জন। আহত হয়েছে অনেকে। উত্তর-পশ্চিমের কর্নালি প্রদেশে গত সপ্তাহে ব্যাপক বৃষ্টিপাতের পর এই বন্যা দেখা দেয়। সেখানে তুষারধস ও বন্যায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অঞ্চলটির হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে টানা বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলোতে পৌঁছাতে অসুবিধার কথা জানিয়েছে উদ্ধারকর্মীরা।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তাদের চেষ্টা থাকলেও দুর্ভাগ্যজনকভাবে আবহাওয়ার উন্নতি না হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু এলাকায় কর্নালি নদীর জলের উচ্চতা ৩৯ ফুট পর্যন্ত বেড়েছে। নদীর ওপর থাকা বেশ কয়েকটি ঝুলন্ত সেতুও ভেসে গেছে। দুর্গত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।