নিজস্ব সংবাদদাতা: ডিউটির সময় কোনও ধরনের ব্যাগেজ রাখা যাবে না। এই মর্মে নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। বিশেষ করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কাজ করার সময় কোন রকম ব্যাগ রাখা যাবে না, এতে কাজ করতে অসুবিধা হচ্ছে পুলিশের। আরও বলা হয়েছে, লাঠি ও হেলমেট ছাড়া অনেকেই দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কাজ করছেন। সেটা করা যাবে না৷ মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এই নির্দেশ অমান্য হলে বিভাগীয় তদন্তের মুখে পড়তে হবে সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে।