নিজস্ব সংবাদদাতাঃ ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ের বিরুদ্ধে সরকারবিরোধী প্রচারণার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ফায়েজেহ হাশেমির (৫৯) বিরুদ্ধে এ অভিযোগ আনে দেশটির বিচার বিভাগ। এর আগে গত ২৭ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে তেহরানের বাসিন্দাদের অংশ নিতে উসকানি দেওয়ার অভিযোগে ফায়েজেহ হাশেমিকে গ্রেপ্তার করা হয়। তিনি একসময় দেশটির সংসদ সদস্য ছিলেন। ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি সাংবাদিকদের বলেন, ‘হাশেমির বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে যোগসাজশ, জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে।’