দ্বিতীয়বার রাশিয়ার বিরুদ্ধে ভোট ভারতের

author-image
Harmeet
New Update
দ্বিতীয়বার রাশিয়ার বিরুদ্ধে ভোট ভারতের

নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত। এর আগে একবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছিল। তবে সাধারণ সভায় এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত। সম্প্রতি ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার এই পদক্ষেপের নিন্দা জানিয়ে ভোটাভুটির প্রস্তাব আনা হয়। মস্কোর তরফে দাবি করা হয়, এই ভোটাভুটি গোপন ব্যালটের হোক। রাশিয়ার এই দাবির বিরুদ্ধেই ভোট দিয়েছে ভারত। 

এদিকে গত ২৪ অগাস্ট রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে ভারত। তবে সেই সময় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কারোর বিরুদ্ধে ভোট দেওয়া হয়নি। সেটা গোটা পদ্ধতির একটা অংশ। এবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে প্রথমবার ভোট দিল ভারত। আলবানিয়ার আনা খসড়া প্রস্তাবে ভারতের পাশাপাশি আরও ১০০ টি দেশ ভোট দিয়েছে। রাশিয়া চেয়েছিল গোপন ব্য়ালটে ভোট হোক। তবে রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ১০৭ টি দেশই রাশিয়ার সেই দাবি খারিজ করে দিয়েছে। ১৩ টি দেশ রাশিয়ার দাবিকে মান্যতা দিয়ে পক্ষে ভোট দিয়েছে। আর ৩৯ টি দেশ ভোটদান থেকে বিরত থেকেছে। এর মধ্যে রয়েছে রাশিয়া ও চিন।