নিজস্ব সংবাদদাতাঃ প্যারিস সেন্ট জার্মেইনের স্পোর্টিং অ্যাডভাইজার লুইস ক্যাম্পোস কিলিয়ান এম্বাপে প্রসঙ্গে মুখ খুলেছেন। লিভারপুলের সঙ্গে যোগাযোগের কারণে কিলিয়ান ক্লাব ছাড়তে চান এমন গুজব অস্বীকার করেছেন তিনি।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা'র প্রতিবেদনে দাবি করা হয়েছে, এমবাপে পিএসজির কাছে 'প্রতারিত' বোধ করছেন এবং জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছাড়তে চান। প্রতিবেদনে আরও এক ধাপ এগিয়ে দাবি করা হয়েছে যে পিএসজি কেবল একটি ক্লাবের কাছে কিলিয়ানকে পাঠাবে এবং তা হল লিভারপুল।