নিজস্ব সংবাদদাতাঃ স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র। যদিও শেষ রক্ষা হল না। আর এই মধুচক্রের পর্দাফাঁস করল শিলিগুড়ি পুলিশ। সূত্রের খবর, শিলিগুড়ির ভক্তিনগর এলাকার কাছে অবৈধ ব্যবসা পরিচালিত হয়েছিল।
এটি পরিচালনা করেছিলেন মল্লিকা খাতুন নামের এক মহিলা। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার সকালে স্পা সেন্টারে অভিযান চালিয়ে উক্ত চক্রটি সংগঠিত করার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জন মহিলা সহ কমপক্ষে ৬ জনকে আটক করে। বুধবার তাদের শিলিগুড়ি মহাকুমা আদালতে হাজির করা হবে।