নিজস্ব প্রতিনিধি-রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ত্রিপুরার বামুটিয়া স্থিত দুর্গাবাড়ি চা বাগান এবং সেই চা বাগানের ফ্যাক্টরিতে পরিদর্শনে যান।সেখানে রাষ্ট্রপতি চা বাগান শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন সেই সঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনায় তারা সুযোগ ও সুবিধা পাচ্ছে কিনা সে বিষয়ে অবহিত হন।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বামুটিয়ার বিধায়ক কৃষ্ণধন দাস, চা নিগম পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অনেকে।