নিজস্ব সংবাদদাতাঃ সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক প্লাস জোটের তেল উৎপাদন কমিয়ে আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনায় সৌদি আরবকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। গত ৫ অক্টোবর তেল উৎপাদন কমানোর বিষয়ে একমত হয় সৌদি আরব ও রাশিয়াসহ ওপেক প্লাসভুক্ত দেশগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে এই জোটের সদস্য দেশগুলো। এই ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এরই মধ্যে দাম বেড়েছে ১০ শতাংশেরও বেশি।
বাইডেন বলেন, 'আমি কী বিবেচনা করছি বা কী ভাবছি, সেটি বলবো না। কিন্তু এ ঘটনায় তাদের অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।' ওয়াশিংটনের তরফে রিয়াদের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ নেওয়া হবে সেটি অবশ্য স্পষ্ট করেননি বাইডেন।