নিজস্ব সংবাদদাতা: ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জের। হাসিমারা ঝোড়ায় জলোচ্ছ্বাসে আলিপুরদুয়ারের জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তায় ধস। বুধবার ভোরে হাসিমারা ঝোড়ায় জল উপছে ভেসে যায় আশপাশের এলাকা। স্থানীয়দের আশঙ্কা, নদীগর্ভে তলিয়ে যেতে পারে ঝর্নাবস্তি সংলগ্ন একাধিক বাড়ি।