নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন জি-৭ নেতারা। আর ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে মস্কোকে 'গুরুতর পরিণতি' ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পশ্চিমা জোটটি। গত কয়েকদিন ইউক্রেনে ভয়াবহ রকমের ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। এ নিয়ে জরুরিভিত্তিতে মঙ্গলবার বৈঠকে বসেন জি সেভেন নেতারা। এ সময় ইউক্রেনে হামলার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, ইউক্রেনীয় ভূখণ্ডকে রাশিয়ার বলে সংযুক্তিকরণকে কখনও স্বীকৃতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
ক্রিমিয়ার কার্চ সেতুতে জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের পর ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক হামলার আশঙ্কা আরও বেড়েছে বলে ধারণা পশ্চিমাদের। এনিয়ে জি-৭ সেভেন সতর্ক করে জানিয়েছে, 'রাসায়নিক, জৈবিক কিংবা পারমাণবিক অস্ত্রের যেকোনও একটি ব্যবহার করলে রাশিয়াকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।'