নিজস্ব সংবাদদাতাঃ ক্রিমিয়া উপদ্বীপের কার্চ সেতুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রতিশোধ হিসেবে সোম ও মঙ্গলবার ইউক্রেনজুড়ে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে মিত্র কিয়েভকে ‘যতদিন লাগে সমর্থন’ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেনের (জি-৭) নেতারা। ইউক্রেনের বিভিন্ন শহরের নতুন করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে রুশ বাহিনী। এসব হামলায় অনেক বেসামরিক স্থাপনা মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়। জরুরি পরিষেবা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন নিহত এবং ১০৫ জন আহত হয়েছেন। এ পরিস্থিতিতে করণীয় নিয়ে মঙ্গলবার জরুরি ভার্চুয়ালি বৈঠকে বসেন জি-৭ নেতারা। বৈঠকের পর জোট বিবৃতিতে জানিয়েছে, 'আমরা আর্থিক, মানবিক, সামরিক, কূটনৈতিক এবং আইনি সহায়তা প্রদান অব্যাহত রাখবো। ইউক্রেনকে যতদিন প্রয়োজন হয় সমর্থন করে যাবো।'