নতুন কর আইনের প্রতিবাদে গিলগিট বালতিস্তানে শাটার বন্ধ করলো দোকানদাররা

author-image
Harmeet
New Update
নতুন কর আইনের প্রতিবাদে গিলগিট বালতিস্তানে শাটার বন্ধ করলো দোকানদাররা

নিজস্ব প্রতিনিধি-গিলগিট বালতিস্তানে অবৈধভাবে দখলকৃত অঞ্চল জুড়ে দোকানদাররা ইতিমধ্যেই সেই অঞ্চলে দীর্ঘস্থায়ী বিদ্যুতের ঘাটতির সঙ্গে লড়াই করছে, পাকিস্তান সরকারের তাদের উপর অন্যায্য কর আরোপের বিরুদ্ধে তারা তাদের দোকানের শাটার-ডাউন ধর্মঘট পালন করেছে। 









গিলগিট - বালতিস্তানের বিভিন্ন অংশে আইনসভা দ্বারা পাস করা একটি নতুন কর আইনের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ বাড়ছে যা সাধারণ মানুষকে প্রভাবিত করছে।বিক্ষোভকারীরা জানান, 'গিলগিট- বালতিস্তান রেভিনিউ অথরিটি বিল ২০২২' ১৩৫টি আইটেমের ওপর নতুন কর আরোপ করেছে।