টানা বৃষ্টিতে জলের তলায় চাষের জমি, বাড়ছে কৃষকদের হাহাকার

author-image
Harmeet
New Update
টানা বৃষ্টিতে জলের তলায় চাষের জমি, বাড়ছে কৃষকদের হাহাকার



নিজস্ব সংবাদদাতাঃ
টানা কয়েক দিনের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। এদিকে উত্তরপ্রদেশের একাধিক জেলায় ভারী বৃষ্টির জেরে ব্যাপক হারে ফসল নষ্ট হয়েছে। বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে গিয়েছে।  পেশায় কৃষক বরেলির বাসিন্দা রাজীব জানিয়েছেন, 'আমরা আমাদের ফসল রাখার জন্য ঋণ নিয়েছিলাম কিন্তু এই অকাল বৃষ্টির কারণে এটি সমস্ত ধ্বংস হয়ে গেছে। আমরা আমাদের সব টাকা হারিয়েছি, বাড়িতে সন্তান আছে।' নদীগুলির জলস্তরের উপরেও লাগাতার নজর রাখা হচ্ছে। সব কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। বিভাগীয় কমিশনার সংযুক্তা সমাদ্দার বন্যা মোকাবিলায় ব্যবস্থা জোরদার করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। নজর রাখছে প্রশাসন। সাহায্যের আশ্বাস অবধি দেওয়া হয়েছে সরকারের তরফে।