নিজস্ব প্রতিনিধি-আফগানিস্তানে নারী ও মেয়েদের ওপর দমনমূলক আচরণের কারণে যুক্তরাষ্ট্র মঙ্গলবার তালিবানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানা গেছে।তালিবানের বর্তমান বা প্রাক্তন সদস্যদের জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
নারী নির্যাতনের সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তাদেরও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে তালিবানদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।