প্রথমবার মানুষ একটি মহাকাশীয় বস্তুর গতি পরিবর্তন করল: নাসা

author-image
Harmeet
New Update
প্রথমবার মানুষ একটি মহাকাশীয় বস্তুর গতি পরিবর্তন করল: নাসা


নিজস্ব সংবাদদাতা: বিশাল সাফল্য পেল নাসা। নাসার তরফে জানানো হয়েছে, প্রথমবার মানুষ একটি মহাকাশীয় বস্তুর গতি পরিবর্তন করেছে। নাসা জানিয়েছে, DART মিশনের প্রভাবে গ্রহাণু Didymos এর চারপাশে চাঁদের Dimorphos এর কক্ষপথ পরিবর্তন করেছে। 

ESA - Didymos asteroid system

এছাড়াও নাসা জানিয়েছে, নাসার তৈরি মহাকাশযান পৃথিবীকে বাঁচানোর জন্য পরীক্ষায় সফলভাবে গ্রহাণুকে বিচ্যুত করেছে।