নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদের সুতিতে রাত ভোর ধরে চলে টানা বৃষ্টি। আর এই বৃষ্টির ফলে সুতি থানার আহিরন ব্রিজ সংলগ্ন এলাকায় রেলে লাইন ধ্বস নামে। প্রায় ৩০ মিটার এলাকা জুরে ধ্বস নামে বলে খবর। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল দপ্তরে। যুদ্ধাকালীন তৎপড়তায়তায় ঘটনাস্থলে হাজির হয় রেল পুলিশ ও রেল আধিকারিকরা। ঘটনা স্থলে এসে ধ্বস এলাকার কাজ শুরু করে। ইতিমধ্যেই হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস ও নবদ্বীপ ধাম, ইন্টারসিটি আপাতত বন্ধ করা হয়েছে এই রুট দিয়ে।