পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই

author-image
Harmeet
New Update
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই

নিজস্ব প্রতিনিধি-মালালা ইউসুফজাইয়ের মাথায় তালেবানের গুলি চালানোর ১০ম বার্ষিকীর কয়েক দিন পর, নোবেল পুরস্কার বিজয়ী মঙ্গলবার তার নিজ দেশ পাকিস্তানে পৌঁছেছেন স্থানীয় সুত্রে একথা জানা গেছে। 




মালালা এবং তার বাবা-মা কাতার এয়ারওয়েজের ফ্লাইট ৬০৪ এর মাধ্যমে করাচিতে পৌঁছেছিলেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে তাকে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়েছিল।২০১২ সালে আফগানিস্তানের সোয়াতে তালিবান হামলায় বেঁচে যাওয়ার পর এটি ইউসুফজাইয়ের দ্বিতীয় পাকিস্তান সফর।