জওয়ানদের কাছে টোল ট্যাক্স চেয়ে বিপাকে কর্মীরা

author-image
Harmeet
New Update
জওয়ানদের কাছে টোল ট্যাক্স চেয়ে বিপাকে কর্মীরা

হরি ঘোষ, দুর্গাপুর : সিআইএসএফ জওয়ানের কাছে টোল ট্যাক্স চেয়ে বিপাকে পড়লো National Highways Authority Of India toll এর কর্মীরা। সিআইএসএফ বাহিনী এসে প্রায় চার জন টোল কর্মী'কে মারধর করে বলে অভিযোগ ওঠে। গভীর রাতে সিআইএসএফ জাওয়ানদের তাণ্ডবের টোল প্লাজা ছেড়ে চম্পট দেয় কর্মীরা। তন্নতন্ন করে জাওয়ানরা কর্মীদের খুঁজতে থাকে। টোল কর্মীরা সিআইএসএফ অফিসারের কাছে ক্ষমা চাইলে রক্ষা মেলে। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার জাতীয় সড়কের বাঁশকোপা টোল প্লাজায়। ২ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ কাঁকসা থানার অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়ের করা হয়েছে সিআইএসএফ জাওয়ানদের বিরুদ্ধে।জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, সিআইএসএফ'র কর্মীদের গাড়ি'র ক্ষেত্রে কোনও ট্যাক্স ছাড় নেই। তার সত্ত্বেও জোরপূর্বক ট্যাক্স না দিয়ে যাওয়ার প্রচেষ্টা চালায় পরিচয়হীন সিআইএসএফ অফিসার। সিআইএসএফ জাওয়ান নিয়ে এসে টোল কর্মীদের মারধর করে।২ নম্বর জাতীয় সড়কের আধিকারিক রাকেশ ঠাকুর জানান, এমনই ঘটনা ঘটেছে। পুলিস ও National Highways Authority Of India অভিযোগ করা হয়েছে।



NHAI সূত্রে জানা গিয়েছে, রবিবর রাত ২ নাগাদ ঘটনাটি ঘটেছে। দুর্গাপুর গামী একটি চারচাকা গাড়িতে একজন ব্যাক্তি ও পরিবারের লোকজন ছিলো। ওই গাড়িটি কমার্শিয়াল থাকায় টোল কর্মী ট্যাক্স চেয়েছিলেন। কিন্তু গাড়িতে থাকা ব্যাক্তি নিজেকে সিআইএসএফ অফিসারের পরিচয় দেয় বলে দাবি NHAI TOLL PLAZA কর্মী সহ আধিকারিকদের। এর পরেই সিআইএসএফ জাওয়ানরা এসে টোল কর্মীদের মারধর ও গালিগালাজ করে বলে অভিযোগ।