সেচের জলের সমস্যায় ভুগছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

author-image
Harmeet
New Update
সেচের জলের সমস্যায় ভুগছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

নিজস্ব সংবাদদাতা, লাউদোহা : পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার পঞ্চায়েতের অন্তর্গত মাধাইগঞ্জ এলাকায় পঞ্চায়েতের সহযোগিতায় ২২ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে মাধাইগঞ্জ এলাকায় কাঁচা সবজির চাষ শুরু করেন । স্বনির্ভর গোষ্ঠীর আদিবাসী মহিলারা প্রচন্ড পরিশ্রম করে রুক্ষ ডাঙ্গা জমি কে চাষের যোগ্য তৈরি করে শুরু করেন চাষবাস । স্থানীয় গৌরবাজার পঞ্চায়েত সরকারি জমি দিয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের চাষ করার জন্য। এছাড়াও মাঝেমধ্যেই নানান ধরনের সবজির বীজ দেওয়া হয় পঞ্চায়েতের তরফে। 



সরলা মুর্মু নামে গোষ্ঠীর এক মহিলা জানান, পঞ্চায়েতের সাহায্যে নিজেদের প্রচেষ্টাই তারা নানান ধরনের সবজির চাষ করে আসছেন বিগত ১ বছর ধরে। তাদের উৎপাদিত ফসল এলাকার বেশ কয়েকজন পাইকারি সবজি বিক্রেতা মাঠ থেকেই কিনে নিয়ে যান। বাকি সবজি কিছু বাজারে, কিছু নিজেদের খাবার জন্য থাকে। সরলা মুর্মু আরও বলেন, প্রচন্ড পরিশ্রম করে বাইশ জন মহিলা সবজি চাষ করছেন কিন্তু সেভাবে লাভের মুখ দেখেন না । তার ওপর এবছর বর্ষায় বৃষ্টি হয়নি । আর সে কারণেই বেশ ক্ষতির মুখে বলে জানান। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটাই দাবি, তারা চাষ করেই নিজেদের আর্থিক স্বচ্ছলতা আনতে চান। কিন্তু চাষ করার জন্য চাই পর্যাপ্ত পরিমাণ জল । জলের সমস্যার জন্য তারা ভালোভাবে তাদের চাষবাস করতে পারছেন না বলে জানান। তাদের একমাত্র ভরসা ও একটাই দাবি, স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন যদি তাদের জলের সমস্যা সমাধানের জন্য হ্যাপি সাবমার্সাল পাম্প লাগিয়ে দেন তাহলে জলের সমস্যার সমাধান হবে এবং এলাকায় তারা চাষবাস করে খ্যাতি অর্জন করতে পারবে বলে আশা তাদের। এ বিষয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি বলেন, এলাকায় জলের সমস্যা রয়েছে, তবে পি এইচ ই দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে । খুব শীঘ্রই স্বনির্ভর গোষ্ঠীদের চাষযোগ্য এলাকার জন্য জলের সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন ব্লক সভাপতি।