কোজাগরী লক্ষ্মী পূজায় সেবামূলক অনুষ্ঠানের আয়োজন

author-image
Harmeet
New Update
কোজাগরী লক্ষ্মী পূজায় সেবামূলক অনুষ্ঠানের আয়োজন



নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : সাঁকরাইল ব্লকের নয়াগাঁ যুব সংঘ ক্লাবের উদ্যোগে কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে সমাজ সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই ক্লাবের পুজো এবছর ৩৭ তম বর্ষে পড়েছে। বাজেট প্রায় ২ লক্ষ টাকা। সোমবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি দুঃস্থ মানুষজনদের ফ্রি তে স্বাস্থ্য পরীক্ষা করা হয় । সোমবার সন্ধ্যায় এলাকার মহিলারা ২৫ টি শঙ্খ বাজিয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন, ক্লাবের সভাপতি গুরু প্রসাদ মাইতির উপস্থিতিতে। তারপরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এবং একটি পত্রিকার উদ্বোধন করা হয়। এলাকার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান থেকে দুঃস্থদের বস্ত্র বিতরণ ও বাইক চালকদের হেলমেট বিতরণ করা হয়। সেই সঙ্গে গ্রামবাসীদের হাতে বিভিন্ন রকমের চারা গাছ তুলে দেওয়া হয়। 



ওই ক্লাবের সভাপতি গুরু প্রসাদ মাইতি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও কোজাগরী লক্ষী পূজা উপলক্ষে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজেদের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে এই অনুষ্ঠানগুলির আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন, সারা বছর ক্লাবের পক্ষ থেকে এলাকার অসহায় দরিদ্র পরিবারগুলির পাশে থাকা হয়, আগামী দিনে ও ক্লাবের পক্ষ থেকে এলাকার দরিদ্র পরিবারগুলির পাশে থাকা হবে বলে তিনি জানান। তাই ওই ক্লাবের উদ্যোগে খুশি এলাকার সর্বস্তরের মানুষজন।