নিজস্ব সংবাদদাতা : গুজরাট বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন আপের রাজ্যসভার সাংসদ রাগব চাড্ডা। আসন্ন গুজরাট নির্বাচনে আপ ও বিজেপির বাক যুদ্ধ অব্যাহত। এবার আপের দাবি, গুজরাটের বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে আমরেলি জেলাকে পিছিয়ে রেখেছে। রাঘব বিজেপিকে অহঙ্কারী বলে সুর চড়িয়েছেন। বলেছেন, বিজেপি গুজরাটে ক্ষমতায় এলে এটি 'আমাদের নিজস্ব সৌরাষ্ট্র' করবে।
আপের সাংসদ আরো বলেন,আমরেলি জেলায় গত ২৭ বছরে, অহঙ্কারী বিজেপি সরকার একটিও হাইস্কুল, কলেজ বা সিভিল হাসপাতাল তৈরি করেনি, এবং মনে হচ্ছে আমরেলি জেলাকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। আজ আমরেলির অবস্থা এমন যে, কেউ যদি এক্স-রে করাতে চান, তাহলে তাকে যেতে হবে রাজকোট। জল সরবরাহে মারাত্মক সমস্যা রয়েছে। তিন-চার দিনে একবার জল আসে এবং তাও নির্দিষ্ট সময়ে।এর পাশাপাশি আমরেলি এমন একটি জেলা, যেখানে বছরের পর বছর জনসংখ্যা কমছে। কারণ আমরেলির মানুষ আমরেলি থেকে অন্য জায়গায় যাচ্ছে। কারণ আমরেলিতে কোনও কর্মসংস্থানের সুযোগ নেই।