নিজস্ব সংবাদদাতাঃ সর্বকালের অন্যতম বিতর্কিত এবং উত্তপ্ত বিশ্বকাপ ম্যাচগুলির মধ্যে একটি। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রায় পুরো ম্যাচেই সমতা বজায় রেখেছিল ঘানা ও উরুগুয়ে। লুইস সুয়ারেজের ফুটবল আইন বিরুদ্ধ আচরণের কারণে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় ঘানা। আফ্রিকান দেশটি সেই সময় উরুগুয়ের সাথে ১-১ গোল বজায় রেখেছিল। সুয়ারেজ নিজের হাত ব্যবহার করে ঘানার নিশ্চিত গোলটি থামিয়েছিলেন। দুর্ভাগ্যবশত ঘানার আসামোয়া গিয়ানের পেনাল্টি শট ক্রস-বারে লেগে প্রতিহত হয়েছিল। ম্যাচটি তাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়েছিল এবং উরুগুয়ে জয় লাভ করেছিল।