নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পাকা সেতুর দাবিতে গোয়ালতোড়ের হুমগড়ে পথ অবরোধ ছাত্রছাত্রীদের। দুদিন ধরে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি গোয়ালতোড়ের হুমগড় এলাকার ছাত্রছাত্রীদের। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ২ নং ব্লকের শিলাবতী নদীর উপরে কংক্রিটের সেতুর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করল ছাত্রছাত্রীরা। মঙ্গলবার দ্বিতীয় দিনে পথ অবরোধ কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সামিল হল এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং বিডিও আশ্বাস দিলেও ওঠেনি পথ অবরোধ।
ছাত্রছাত্রীদেরঅভিযোগ, দীর্ঘ দু বছর যাবৎ সম্পূর্ণরূপে যাতায়াত বিচ্ছিন্ন রয়েছে একটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের। ভগ্নপ্রায় কাঠের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীদের। বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে বাধ্য হয়েই কংক্রিটের স্থায়ী সেতুর দাবিতে আন্দোলনে নেমেছেন ছাত্রছাত্রীরা।বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও শিলাবতী নদীর ওপরে কাঠের সেতু, তাও ভাঙাচোরা, মেরামতের কাজ সম্পন্ন হয়নি। পথ অবরোধ কারীদের দাবি, জেলাশাসককে দ্রুত লিখিত দিতে হবে এই সেতুর কাজ কবে শুরু হবে, তার পরেই উঠবে এই পথ অবরোধ। অন্যদিকে এই প্রসঙ্গে গড়বেতা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু দুলে বলেন, "এলাকার মানুষের অসুবিধা হচ্ছে, তা ঠিকই। কিন্তু এই মুহূর্তে ওই কাঠের সেতু মেরামতির পর্যাপ্ত টাকা নেই।"