New Update
নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার পঞ্চভূতে বিলীন হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব। আজকে তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভাপতি মনোনীত মল্লিকার্জুন খাড়গে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, সাংসদ বরুণ গান্ধী সহ দেশের বহু নেতা। অভিনেতা অভিষেক বচ্চন তার মা এবং সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের সাথে মুলায়ম সিং যাদবকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর নিজের গ্রাম সাইফাইয়ের কাছে পৌঁছেছিলেন। শিল্পপতি অনিল আম্বানি, যোগগুরু বাবা রামদেবও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানান।
last work
andhra pradesh
samajwadi party
Lok Sabha Speaker Om Birla
ancestral home
akhilesh yadav
abhishek bacchan
Chief Minister Arvind Kejriwal
Sharad Yadav
tdp
chandrababu naidu
rajnath singh. defence minister
manoj tiwari
sp
Jaya Bacchan
mulayam singh yadav
SAIFAI
Assembly Speaker Satish Mahana
Chief Minister Bhupesh Baghel
JD(U) leader KC Tyagi
bjp