যান চলাচল শুরু সিকিম ও শিলিগুড়ি সংযোগকারী জাতীয় সড়কে

author-image
Harmeet
New Update
যান চলাচল শুরু সিকিম ও শিলিগুড়ি সংযোগকারী জাতীয় সড়কে

নিজস্ব সংবাদদাতা: একমুখী যান চলাচল শুরু হল সিকিম-শিলিগুড়ি সরাসরি সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছিল ওই রাস্তা।  যার জেরে দুদিকে সার দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল বহু গাড়ি । সমস্যায় পড়েছিলেন পর্যটকরা। অবশেষে সোমবার ভোরে রাস্তা পরিষ্কার করে ওই যান চলাচল শুরু হয়। শনিবার বিকেল থেকেই অবিরাম বৃষ্টির জন্য ধস নামে সিকিমের সিংথামের কাছে।  রবিবার সকালে ধসের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই জাতীয় সড়কে। নামানো হয় সেনাবাহিনীর সংশ্লিষ্ট টিমকে। ধসে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতি করে ফের যোগাযোগের ব্যবস্থা তৈরি করার কাজ শুরু হয়। জরুরি ভিত্তিতে অক্লান্ত পরিশ্রম করে সেনাবাহিনীর বর্ডার রোড অর্গানাইজেশন এবং সিকিম সরকারের পূর্ত দপ্তরের কর্মীরা। এখনই দুদিকে যান চলাচল শুরু না হলেও শুরু করে দেওয়া হল একমুখী যান চলাচল। দ্বিমুখী যান চলাচলের জন্য দ্রুত গতিতে সেখানে কাজ চলছে।