চীনে চোখ রাঙাচ্ছে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট

author-image
Harmeet
New Update
চীনে চোখ রাঙাচ্ছে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট

নিজস্ব সংবাদদাতা : ২০তম পার্টি কংগ্রেসের আগে চীনে ধরা পড়লো তুন ওমিক্রন সাব-ভ্যারিয়েন্ট BF.7 এবং BA.5.1.7 যা বৃহত্তর ট্রান্সমিসিবিলিটি সহ অত্যন্ত সংক্রামক বলে জানা গিয়েছে। চীনে ছড়িয়ে পড়েছে BF.7 সাবভেরিয়েন্ট। অত্যন্ত সংক্রামক ভাইরাসটি প্রথম উত্তর-পশ্চিম চীনে শনাক্ত করা হয়।



অন্যদিকে, সাবভ্যারিয়েন্ট BA.5.1.7 প্রথমবারের মতো চীনা মূল ভূখণ্ডে শনাক্ত করা হয়েছিল বলে জানান স্থানীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের উপ-পরিচালক লি সুজিয়ান।ত্যন্ত সংক্রামক BF.7 কোভিড সাবভেরিয়েন্ট নিয়ে সতর্কতা জারি করেছে হু।