অমিতাভ বচ্চনের অন্যতম ছবিগুলি এক নজরে

author-image
Harmeet
New Update
অমিতাভ বচ্চনের অন্যতম ছবিগুলি এক নজরে

নিজস্ব প্রতিনিধি-অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষে ৮ থেকে ১১ অক্টোবর 'বচ্চন: ব্যাক টু দ্য বিগিনিং' শীর্ষক এক ধরনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে।উৎসবের অংশ হিসাবে, ভারতের ১৯ টি শহরের ২২ টি সিনেমা হলে ৩০ টি স্ক্রিনে তাঁর ক্লাসিক ছবি প্রদর্শিত হচ্ছে।ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-পরিচালক, আর্কাইভিস্ট শিবেন্দ্র সিং দুঙ্গারপুর দ্বারা সংকলিত এই তালিকায় ১৯৭৩ থেকে ১৯৮২ সালের মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। 









মুম্বই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, সুরাট, বরোদা, রায়পুর, কানপুর, কোলাপুর, প্রয়াগরাজ এবং ইন্দোর এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।সেই ছবি গুলি হলো অভিমান (১৯৭৩),মিলি(১৯৭৫), চুপকে চুপকে (১৯৭৫),কভি কভি(১৯৭৫),অমর আকবর অ্যান্থনি (১৯৭৭),ডন (১৯৭৮),কালা পাথর(১৯৭৯),কালি(১৯৮১), নমক হালাল(১৯৮২)।