সমাজ সচেতনতায় সাইকেলে ভ্রমণ ৯ যুবকের

author-image
Harmeet
New Update
সমাজ সচেতনতায় সাইকেলে ভ্রমণ ৯ যুবকের


দিগ্বিজয় মাহালী, ঝাড়গ্রাম : দুচাকার প্যাডেলে ভর করে ভ্রমণে বেরিয়েছেন নয়জন যুবক। লক্ষ্য শরীর ও পরিবেশের স্বাস্থ্যোদ্ধার। সচেতন করা মানুষকে। সোমবার সকাল ছয়টায় ঝাড়গ্রামের পাঁচমাথার মোড় থেকে নয়টি সাইকেলে এলাকার নয়জন যুবক রওনা দিয়েছেন দিঘার উদ্দেশ্যে। এদিন দুপুরে তারা বেলদাতে পৌঁছান। পথে অনেকের সঙ্গে দেখা করেন। তাদের বার্তা ছড়িয়ে দেন। কেন এই উদ্যোগ ? যুবকদের বক্তব্য, মানুষ দিন দিন আধুনিকতা তথা প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। এতে শরীর যেমন রোগগ্রস্ত হচ্ছে তেমনি পরিবেশেও কুফল বাড়ছে। তাই দুই তরফের স্বাস্থ্য ঠিক রাখার বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই প্রয়াস। দলটি জানাচ্ছে, আগামী ১৩ অক্টোবর তাদের ভ্রমণ শেষ হবে। 

সোমবারই দিঘা পৌঁছে যেতে চান দলের সদস্যরা। সমুদ্র সৈকত দিঘা, মন্দারমনি, চাঁদিপুর হয়ে ফের ঝাড়গ্রাম ফিরবেন তারা। ১৭-৩০ বছর বয়সীদের মধ্যে কারোর নিজের ব্যবসা, কেউ অন্যের দোকানে থেকে কাজ করেন। আবার কেউ ডেলিভারি বয়ের কাজ করেন। কেউ পড়াশোনা করেন। তবে সকলের মন এক সুতোয় বাঁধা। তারা চান মানুষ ছোট ছোট গন্তব্যে সাইকেল ব্যবহার করুন। শরীর সুস্থ থাকবে। অন্যদিকে দূষণ কমবে পৃথিবীর, পরিবেশের। এই ভাবনায় মানুষকে ভাবাতে তাদের এই সাইকেল ভ্রমণ। একটি জাতীয় পতাকা, প্রত্যেকের সাইকেলে লেখা  তাদের শ্লোগান-নিজেকে ও পরিবেশকে সুস্থ রাখতে যাতায়াতের বাহন হয়ে উঠুক সাইকেল। সঙ্গে জলের বোতল, ব্যাগ, সাইকেল মেরামতের যন্ত্রপাতি নিয়ে প্যাডেলে ভর করে তাদের এই যাত্রায় অনেককেই সচেতন করছে। রাস্তার মাঝে অনেকেই তাদের দাঁড় করিয়ে তাদের প্রয়াসের কথা জানছেন।