ডেবরায় ডানা ছাঁটা হল প্রাক্তন বিধায়কের স্বামীর

author-image
Harmeet
New Update
ডেবরায় ডানা ছাঁটা হল প্রাক্তন বিধায়কের স্বামীর





নিজস্ব প্রতিনিধি, ডেবরাঃ 
গতকাল অর্থাৎ সোমবার রাতে ডেবরা বিধায়ক কার্যালয় থেকে ডেবরা ব্লকের নব নির্বাচিত অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ মুখার্জী। আর এই নিয়েই যারা পুরানো অঞ্চল সভাপতি ছিল তাদের মধ্যে ক্ষোভ তৈরী হয়েছে। অপরদিকে কোপ পড়েছে ডেবরার প্রাক্তন বিধায়ক সেলিমা খাতুন বিবির স্বামী মহঃ আলির ওপর। এর কারণ স্বরূপ দল যেটা বিচার করেছেন তা হল এই বারের বিধানসভা নির্বাচনে ডঃ হুমায়ুন কবীরের নাম আসার পরেই দলের কাজে সক্রিয় ভাবে দেখা যায়নি সেখ মহম্মদ আলিকে। তিনি দীর্ঘদিন ডেবরা ব্লকের ষাঁড়পুর লোয়াদা ৯ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। এলাকায় কম যাওয়াতে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। পাশাপাশি তিনি ডেবরায় ডুঁয়া এবং পাঁশকুড়ার ফ্ল্যাটে থেকে নিজের ব্যবসার দিকেই বেশী সময় দিতেন বলে অনেকেরই অভিযোগ। তাই সেই খবর দলের উচ্চ নেতৃত্বদের কাছে পৌঁছে ছিল। 

 









 তাই উক্ত অঞ্চলের সভাপতি সেখ মহম্মদ আলিকে সরিয়ে তার জায়গায় বসানো হয় দিলীপ ঘোষকে। উক্ত অঞ্চলের চেয়ারম্যান করা হয় সুশান্ত ভট্টাচার্যকে। সহ সভাপতি করা হয় মহম্মদ ইকবাল ও সুনিতী ঘোষকে। অর্থাৎ এককথায় বলা যায় সেখ মহম্মদ আলির যে রাজনৈতিক ক্ষমতা দীর্ঘদিন ছিল, তা দল তার কাছ থেকে কেড়ে নিল। প্রশ্ন এখন পদ চলে যাওয়ার পর দলে কতটা সময় দেবেন? কীভাবে কাজ করবেন সেটাই দেখার বিষয়।যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ সদ্য পদ খোওয়ানো প্রাক্তন অঞ্চল সভাপতি সেখ মহম্মদ আলি।অপরদিকে অঞ্চলের নব নিযুক্ত সহ সভাপতি সুনিতী ঘোষ বলেন, 'দল যা সিদ্ধান্ত নিয়েছেন ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। উনি সময় দিতে পারেননি। টেন্ডার হলেই অঞ্চলে আসতেন। ১৯৯৮ সাল থেকে ২০১১ পর্যন্ত দল করা কর্মীরা ওনার উপর ক্ষুব্ধ ছিলেন। ওনার স্ত্রী বিধায়ক থাকায় ক্ষমতা বলে দল চালিয়েছেন। আমরা খুশি দল আজ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।' অপরদিকে আরেক সহ সভাপতি সেখ সামিম ইকবাল বলেন, 'উনি সময় দিতে পারতেন না। নিজস্ব কাজ এ ব্যস্ত থাকতেন। সর্বপরি দল যা সিদ্ধান্ত নিয়েছে তা সাধুবাদ জানাই। আমরা দলীয় কর্মী হিসাবেই কাজ করতে চাই৷ তবে এবারের সভাপতি নির্বাচনে প্রক্রিয়া গত কিছু ত্রুটি রয়েছিল। বিবেক বাবু আমাদের নেতা দলের পুরানো লোক আমরা ওনার নির্দেশ মেনেই কাজ করবো।'