নিজস্ব সংবাদদাতা, কেশিয়াড়ি: কেশিয়াড়িতে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। সোমবার দুপুরে বাড়িতে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন লালুয়া পঞ্চায়েতের ছত্রাড় এলাকার বাসিন্দা সমরেন্দ্র গিরি (৪৭)। তিনি কুকাই বুথ তৃণমূলের সভাপতি ছিলেন। বুথ সভাপতির মৃত্যুতে তৃণমূলে শোকের ছায়া। পরিবার সূত্রে খবর, এদিন বাড়িতে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার জানাচ্ছে, বিদ্যুতের লাইনের কাজ তথা ওয়ারিং-এর কাজ করতেন। এদিন বাড়িতে কাজ করার সময় অসাবধানতায় এই মর্মান্তিক দুর্ঘটনা। কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।
অন্যদিকে শ্বশুরবাড়িতে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে দীপক সিংহ (৪৫) নামের এক ব্যক্তির। তার বাড়ির মোহনপুরের বোড়াই। তিনি থাকতেন কেশিয়াড়ির পাঁচিয়াড়ে শ্বশুরবাড়িতে। পরিবার জানাচ্ছে, স্ত্রীর সঙ্গে বচসার জেরে এই ঘটনা। বিষক্রিয়ায় আশঙ্কাজনক অবস্থায় কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।