পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ʼসিত্রাংʼ

author-image
Harmeet
New Update
পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ʼসিত্রাংʼ

নিজস্ব সংবাদদাতা: কলকাতায় আজ ও আগামিকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বুধবার থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে আকাশ মেঘলা হবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি নামতে পারে। উল্লেখ্য,  অক্টোবরের ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সুত্রে খবর, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ সরাসরি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে।ঘূর্ণিঝড় এলে উপকূলীয় এলাকায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যেতে পারে বলে আশঙ্কা। এই ঘূর্ণিঝড়ের গতি ঘণ্টায় ২০০ কিমি পর্যন্ত ছুঁতে পারে বলেও জানা গিয়েছে।  (https://www.windy.com/?22.518,88.383,5)