নিজস্ব সংবাদদাতাঃ কিয়েভ এবং ইউক্রেনের আরও কয়েকটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সোমবার কমপক্ষে ১৪ জন নিহত এবং ৯৭ জন আহত হয়েছে বলে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই হামলার ফলে কিয়েভ, লভিভ, সুমি, টার্নোপিল এবং খেমেলনিৎস্কি অঞ্চলেও ক্ষমতা খর্ব হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফদের মতে, রাশিয়া ৮৪টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। ইউক্রেন দাবি করেছে, তারা ৫৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটক করেছে। সামরিক বাহিনী জানিয়েছে, ইউক্রেনের প্রায় ২০টি বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে।