সাঁতরে ভারতীয় উপকূলে পৌঁছালেন শ্রীলঙ্কান নাগরিক

author-image
Harmeet
New Update
সাঁতরে ভারতীয় উপকূলে পৌঁছালেন শ্রীলঙ্কান নাগরিক

নিজস্ব সংবাদদাতাঃ সাঁতার কেটে ভারতীয় উপকূলে পৌঁছে গেলেন এক শ্রীলঙ্কান নাগরিক। বছর চব্বিশের ওই যুবক শ্রীলঙ্কা থেকে পালিয়ে এসেছে বলে জানা গিয়েছে। যুবকের নাম কাসাকান রবিচন্দ্রন। শ্রীলঙ্কা থেকে গোটা পথ অবশ্য সাঁতার কেটে আসেনি সে। শ্রীলঙ্কা থেকে নৌকার করে রওনা দিয়েছিল। তারপর নৌকা তামিলনাড়ুর উপকূলের কাছাকাছি পৌঁছাতেই নৌকা থেকে ঝাঁপ দেয় সে এবং বাকি পথ সমুদ্রে সাঁতার কেটেই রামশ্বরমে এসে পৌঁছায়। স্থানীয় পুলিশের তরফে এমনই জানানো হয়েছে। কাসাকানকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, প্রায় ৬-৮ নটিক্যাল মাইল পার করে ভারতীয় উপকূলে এসে পৌঁছেছে সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ওই যুবকের শ্রীলঙ্কান পাসপোর্টটি ২০২০ সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তার বাবা-মা পুডুচেরিতে থাকে বলে দাবি ওই যুবকের। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে ওই নৌকায় বাকি যে পাঁচ জন ছিলেন (এক ব্যক্তি, তাঁর স্ত্রী এবং তিন সন্তান) তাঁরাও মনদাপম পুনর্বাসন ক্যাম্পে এসে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। এই পুনর্বাসন ক্যাম্পটি চালায় তামিলনাড়ু সরকার।