ট্রেনের খাবার নিয়ে ফের উঠে এল অভিযোগ

author-image
Harmeet
New Update
ট্রেনের খাবার নিয়ে ফের উঠে এল অভিযোগ

নিজস্ব সংবাদদাতাঃ ট্রেনের খাবার নিয়ে এবার ফের উঠে এল অভিযোগ। ট্রেনের ভিতরে যে সিঙ্গারা দেওয়া হয় IRCTC-র তরফে, সেখানে হলুদ রঙের প্লাস্টিক কেন রয়েছে, তা নিয়ে অভিযোগ করেন অজি কুমার নামে এক ব্যক্তি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিঙ্গারার ছবি শেয়ার করে, অজি কুমার অভিযোগ করেন। যা দেখে পালটা ট্যুইট করা হয় ভারতীয় রেলের তরফে। বিষয়টি চোখে পড়ার পর তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় IRCTC-র তরফে।